বানিয়াচং থেকে সংবাদদাতা ॥ সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং সরকারি নির্দেশ না মানায় ২ মে শনিবার দুপুরে বানিয়াচঙ্গের বিভিন্ন স্থানে ২৩ জনকে জরিমানা করা হয়েছে।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বড়বাজার, গ্যানিংগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। তন্মধ্যে হাসমত আলী খান ৫০০ টাকা, জমশেদ ২০০ টাকা, শামসুল ইসলাম ১০০ টাকা, হিতীশ দাস ৫০০ টাকা, রাজু মিয়া ২০০ টাকা, জাকির মিয়া ৫০০ টাকা, আলমগীর ৫০০ টাকা, কাউসার ৫০০ টাকা, মোশাহেদ মিয়া ৫০০ টাকা, যুবায়ের আহমদ ৫০০ টাকা, মহসিন মিয়া ৫০০ টাকা, তারেক মিয়া ৫০০ টাকা, দুলাল ৫০০ টাকা, এনাম হোসেন ৫০০ টাকা, নাজমুল ৫০০ টাকা, ফারুক মিয়া ৫০০ টাকা, কবির মিয়া ১০০ টাকা, সাইফুল আলম ২০০ টাকা, মজিবুর রহমান ২০০ টাকা, লিটন মিয়া ৫০০ টাকা, মনোয়ার মিয়া ১০০ টাকা, জাহেদ ১০০ টাকা ও রহমত আলী কে ১০০ টাকার অর্থদন্ড প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ খন্দকার বলেন, বানিয়াচংবাসীকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে এ অভিযান অব্যহত থাকবে। করেনা ভাইরাস পুরো জেলায় দিনদিন বৃদ্ধি পাচ্ছে।