স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস (কোভিড-১৯) হবিগঞ্জ জেলায় সামাজিক দূরত্ব ও হোম কোয়ারান্টাইন নিশ্চিত করন এবং বাজার মনিটরিং কার্যক্রমে মোকাবেলায় মঙ্গলবার ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে হোম কোয়ারান্টাইন না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২১টি মামলা দায়ের করে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। এ সময় দেশকে করোনা মুক্ত রাখতে যার যার গৃহে অবস্থান করা এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাবার আহ্বান জানানো হয়।