স্টাফ রিপোর্টার ॥ করোনা মোকাবেলায় সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিমের নেতৃত্বে ৩০ জন রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক হবিগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে কর্মহীন শ্রমজীবি ও অনাহারী ৫০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রতিদিন ৩০ জন স্বেচ্ছাসেবক নিরসভাবে কাজ করে যাচ্ছেন। সার্বিকবাবে তাদের দিক নির্দেশনা দিচ্ছেন রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম। এ প্রসঙ্গে রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম বলেন, রেড ক্রিসেন্ট উদ্যোগে কর্মহীন শ্রমজীবি ৫০০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরন করছে। তিনি আর বলেন, কোভিড-১৯ মহামারীতে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ৪২ দিন ধরে কাজ করছে। ৩০ জন স্বেচ্ছাসেবক শুরু থেকেই জনসচেতনতামুল কার্যক্রম পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের মাঝে লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেছে। পাশাপাশি কর্মহীন অসহায় এবং শ্রমজীবী ৫০০ জনের তালিকা করে দিবা-রাত্রি খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দিচ্ছে। খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে সাড়ে ৭ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১ লিটার তেল, ৫’শ গ্রাম সুজি, ১কেজি লবন প্রদান করা হয়। ইউনিট লেভেল অফিসার শফিউল আলম খন্দকারের তত্ত্বাবধানে ৩০জন স্বেচ্ছাসেবক নিয়মিত কাজ করে যাচ্ছে। উক্ত কার্যক্রম পরিচালনায় অগ্রনী ভুমিকা পালন করছেন, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট যুব প্রধান আশীষ কুমার কুরি ও সাবেক যুব প্রধান পংকজ কান্তি পল্লব। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি মানুষও যেন অভুক্ত না থাকে। এ বিষয়টি মাথায় রেখেই স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আতাউর রহমান সেলিম গরীব, দুঃখী, কর্মহীন শ্রমজীবী মানুষের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।