কিবরিয়া চৌধুরী ॥ হবিগঞ্জে নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে হবিগঞ্জে রোগী সংখ্যা দাড়ালো ৫২ জনে।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কেএম মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের করোনা পজেটিভ ফলাফল পাওয়া গেছে। বাকি ৭৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। পজেটিভ হওয়া ৪ জনের মধ্যে ১জন হবিগঞ্জ সদর হাসপাতালের ইন্টার্ণি ডাক্তার ও ৩জন লাখাই উপজেলার বাসিন্দা।