আবুল কাসেম, লাখাই প্রতিনিধি ॥ করোনায় উদ্ভূত পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা সহ বিভিন্ন অপরাধের দায়ে লাখাই উপজেলার বুল্লা বাজারে ৫ দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার স্থানীয় বুল্লা বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার। তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। তবুও সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখা। সমাজিক দূরত্ব না মানা। দ্রব্য মূল্যের তালিকা না রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ দোকানীকে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।