নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সরকারিভাবে ২৬ টাকা কেজি দরে ২ হাজার ৩’শ টন বোরো ধান ক্রয় করা হবে। আগ্রহী বোরো ধান বিক্রেতা কৃষকদের উপজেলা কৃষি অফিসে আগামী ৭ মে এর মধ্যে আবেদন করতে হবে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, চলতি মৌসুমে নবীগঞ্জ উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ হাজার ৩শ মেট্রিক টন। ধান সংগ্রহে সচ্ছতার সাথে সাধারণ কৃষকদের সুবিধা নিশ্চিত করা হবে।