প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম খানের পুত্র জালাল উদ্দিন (২৮) কে গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে নবীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একটি ব্যাংকের ঋণ খেলাফী মামলায় পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। সে ওই এলাকার ৮নং ওয়ার্ড মেম্বার জয়নাল উদ্দিনের ভাই। এব্যাপারে নবীগঞ্জ থানার এ.এস.আই জামাল উদ্দিন তাকে গ্রেফতারের কথা স্বীকার করে ধৃত আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করার কথা জানিয়েছেন। তার গ্রেফতারে এলাকায় চলছে না নানা আলোচনা সমালোচনা।