স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জ্যামিতিক হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী। শনিবার একদিনেই পজেটিভ শনাক্ত হয়েছে ২১ জন। ৪ দিনে জেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয় ৪৭ জন। সিলেট বিভাগে সবচেয়ে বেশি করোনা রোগী হবিগঞ্জে সনাক্ত হয়েছেন। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগী। ডাক্তার, নার্স ছাড়াও এ তালিকায় যুক্ত হয়েছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু আক্রান্তের সংখ্যা যতই বাড়ছে, ততই যেন শহরে মানুষের আনাগোনাও বাড়ছে। যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিকের চেয়েও বেশি গতিতে ছুটছে। এ অবস্থায় সচেতন মহলে দাবি উঠেছে কঠোর ব্যবস্থা গ্রহণের। প্রয়োজনে বাড়িতে থাকতে বাধ্য করতে যেন ব্যবস্থা নেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা ও মনিটরিং করা হচ্ছে। কিন্তু লোকজনের মাঝে আইন না মানার প্রবণতা বেশী পরিলক্ষিত হচ্ছে।
সরেজমিন দেখা যায়, রোববার দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকায় লোকজনের আনাগোনা এবং অটোরিকশা চলাচলের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেরই নেই কোন মাস্ক ও নিরাপত্তা ব্যবস্থা। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। দেখে মনে হবে দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায়ই আছে।