আবুুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা লুসিকান্ত হাজং। তিনি ২৪ এপ্রিল লাখাই উপজেলা ইউএনও হিসেবে যোগদান করেন। প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারিতে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহিনা আক্তার উচ্চ শিক্ষার্থে ২ বছরের জন্য অষ্ট্রলিয়া গমন করলে পদটি শূন্য হয়। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা কর্মকার (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।