স্টাফ রিপিার্টার ॥ শায়েস্তাগঞ্জ থেকে পিকআপ ভর্তি গাজা ঢাকায় পাচার কালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গোলচত্ত্বর এলাকা থেকে সাড়ে ৪২ কেজি গাঁজা ও ১ টি পিকআপ ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ (ভৈরব ক্যাম্প)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পিকআপে করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। এর পর থেকে মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু হয়। র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে শায়েস্তাগঞ্জ এলাকা থেকে হলুদ-নীল রংয়ের পিকআপে করে গাঁজার একটি বড় চালান গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৫এপ্রিল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় গাড়ী তল্লাশী করতে থাকেন। সকাল সাড়ে ৭ টার দিকে গাজা ভর্তি পিকআপটি তল্লাশী তল্লাশী করে সাড়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় র্যাব
টাাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মোঃ শাহ আলমের পুত্র মোঃ আরিফ হোসেন (২৮) ও লালমনির হাট জেলার হাতিবান্দা উপজেলার দক্ষিণ গডিাডমারী গ্রামের লাল মিয়ার পুত্র মোঃ নূর আলম (২০) কে গ্রেফতার ও পিকআপটি আটক করা হয়। তাদের নিকট থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ১শ টাকা জব্দ করা হয়। গাজা, পিকআপসহ আটককৃতদের আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।