নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর পিতা কবির আহমেদ চৌধুরী (৮২) আর নেই। ইন্নালিল্লাহি,,,,,রাজিউন। তিনি বার্ধক্য জনিত কারনে গতকাল শুক্রবার রাত ১০.১০ মিনিটের সময় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ২ কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা শনিবার সকাল ১১.৩০ আমেনা বিবি সরকারী স্কুল মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্টিত হয়েছে। জানাজার নামাজে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, সাবেক পৌর মেয়র অধ্যাপক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক ছালিক মিয়া চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবাদুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, কাউন্সিলর জায়েদ চৌধুরী, কবির মিয়া, সাবেক কাউন্সিলর রহুল আমিন রুফু, বিএনপি নেতা সাইফুর রহমান মালিক, মুরশেদ আহমদ, মনর উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, মাওলানা আব্দুল হাদী, জিতু মিয়া সেন্টু, যুবদল নেতা জামাল উদ্দিন, অলিউর রহমান অলি, ছাত্রনেতা আবুল কালাম মিঠু, রফিকুজ্জামান চৌধুরী তুহিন, ওয়াহিদুজ্জামান জুয়েল, জিয়াউর রহমান জিয়া প্রমুখ। উক্ত জানাযার নামাজে আলেম ওলামাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের জানাযার নামায শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।