মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর প্রেসক্লাব ও আন্দিউড়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান অনিকের উপর হামলার ঘটনায় থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করা হয়েছে। পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ মোঃ জয়নালকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে মিজানুর রহমান অনিকের বড় ভাই ডাঃ শফিকুর রহমান বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন। অপর দিকে শনিবার বিকালে শাহ মোঃ জয়নাল বাদী হয়ে মিজানুর রহমান অনিককে প্রধান আসামী করে থানায় পৃথক মামলা দায়ের করেন। পুলিশ গতকাল শনিবার দুপুরে মিজানুর রহমান অনিকের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা যুব সংহতির সভাপতি কাউসার আহম্মেদকে গ্রেফতার করেছে। উভয় মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই হুমায়ুন কবির জানান-মিজানুর রহমান অনিকের উপর হামলার ঘটনায় তার বড় ভাই ডাঃ শফিকুর রহমান বাদী হয়ে পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ মোঃ জয়নাল, বর্তমান সাধারন সম্পাদক শাহ মোঃ টিপু, উপজেলা যুব সংহতির সভাপতি কাউসার আহম্মদ, যুবলীগ কর্মী শাহ মোঃ স্বপন, আবু শাহ, শাহ মোঃ খোকন, জাবেদ মিয়া, শাহ মোঃ রিপন মিয়া, শফিক মিয়া, সৈয়দ মিয়াকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। অপর দিকে শাহ মোঃ জয়নাল বাদী হয়ে মিজানুর রহমান অনিক, তার বড় ভাই ডাঃ শফিকুর রহমান, লুৎফুর রহমান, ছায়েদুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি বেনু রঞ্জন রায়, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, তার ভাই চমক পাঠান, ফররুক পাঠান, খোকন পাঠানকে আসামী করে ৯জনের নাম উল্লেখ করে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।