চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় কাল বৈশাখী ঝড়ে রানীগাঁও পূর্ব বাজারে প্রতিবন্ধী নেপাল চন্দ্র দেবের রাইছমিল ঘরটি ভেঙ্গে লন্ডভন্ড এবং রানীগাঁও-মিরাশী রাস্তায় দক্ষিণ রানীগাঁও গোজা দিঘীর কবরস্থানের নিকট বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত প্রায় ৩শ’ ফুট দীর্ঘ গাইডওয়ালটি ভেঙ্গে চুরমার হয়ে গেছে।
জানা যায়, শুক্রবার দুপুরের দিকে হঠাৎ এক কাল বৈশাখী ঝড় শুরু হয়। এতে রানীগাঁও পূর্ব বাজারের রাইছমিল ব্যবসায়ী উত্তর রানীগাঁও গ্রামের মৃত প্রবোধ দেবের পুত্র শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী নেপাল চন্দ্র দেবের একমাত্র আয়ের পথ রাইছমিলের ঘরটি লন্ডভন্ড হয়ে যায়। এতে তার রাইছমিল ঘর, দরজা-জানালা সহ আনুষঙ্গিক মালামাল ভেঙ্গে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। এতে তিনি তার স্ত্রী-সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন।
এ ছাড়া ঝড়ে দক্ষিণ রানীগাঁও গোজা দিঘী কবরস্থানের নিকটে নির্মিত প্রায় ৩শ’ ফুট দীর্ঘ গাইডওয়াল, রানীগাও গ্রামের ছকিরা খাতুনের ঘর, দক্ষিণ পাঁচগাতিয়া গ্রামের জামে মসজিদটির চাল উড়িয়ে নিয়ে যায়। এছাড়া ঝড়ে রানীগাঁও, পাঁচগাতিয়া, চৌধুরীগাও, জমাদারগাও, পারকুল, কোনাগাও, লখাইরগাও, মিরাশী, বিশ্রাবন্দ, রাজাকোনা সহ উপজেলার বিভিন্ন গ্রামের অনেক লোকজনের বাড়ি-ঘর ভেঙ্গে গেছে। উপড়ে গেছে মুল্যবান গাছ।