স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের কারণে শহরের রাজনগর এলাকার কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। গতকাল বিকেলে তিনি ত্রাণবঞ্চিত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় মোতাচ্ছিরুল ইসলাম অসহায় মানুষদের উদ্দেশ্যে বলেন, করোনা একটি প্রাণঘাতি ভাইরাসের নাম। এ ভাইরাস থেকে বাচতে হলে সকলতে সতর্ক থাকতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরে অবস্থান করতে হবে। সাবান দিয়ে নিয়মিত হাত ধুতে হবে। সকলের সচেতনতার মাধ্যমেই আমরা এ ভাইরাস থেকে রক্ষা পাবো। তিনি বলেন, এ দুর্যোগ পূর্ণ অবস্থায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। এ বিষয়টি মাথায় রেখে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠন খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসছে। খাবারের জন্য কাউকেই কষ্ট পেতে হবে। তিনি সকলকে ঘরে থাকার আহ্বান জানিয়ে আরো খাদ্য সহায়তা প্রদানের আশ্বাস দেন। এবং অসহায় মানুষের সহযোহিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।