মাধবপুর প্রতিনিধি ॥ করোনার ঝুঁকিতে পড়া সুরমা চা বাগানে অসহায় চা জনগোষ্ঠীর মাঝে সরকারি ত্রান বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সুরমা চা বাগান সদরে ৩’শ জন লোকের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাগান ব্যবস্থাপক আবুল কাসেম বলেন, করোনার লক ডাউনে পড়ে বাগানের অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। আগে বাগানের শ্রমিকরা দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতো। কিন্তু এখন তাদের এ পথটি বন্ধ হয়ে পড়েছে।যারা নিয়মিত শ্রমিক বাগানে কাজ আছে তারা রেশন তলব নিয়মিত পেয়ে যাচ্ছে। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করছি। তবে অনেক পরিবার ও তাদের শিশুরা মারাত্বক অপুষ্টিতে রয়েছে। শিশুদের জন্য বা বাগানে শিশু খাদ্য বরাদ্দের দাবি করছি।