স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাংলাদেশ ফেন্ডস সোসাইটি অব আমেরিকার উদ্যোগে দরিদ্র অসহায় ও কর্মহীন দুই শতাধিক লোকজনদের মাঝে খাদ্য সামগ্রীয় বিতরণ করা হয়েছে। শুত্রবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, জেলা যুবলীগ নেতা জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, আহমেদ ফয়সল প্রমূখ। এ সময় বক্তারা বলেন-প্রবাসে থেকে ফ্রেন্ডস সোসাইটির নেতৃবৃন্দ এই দুর্যোগ মুহুর্তে সহযোগিতার হাত বাড়িয়েছে। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।