স্টাফ রিপোর্টার ॥ পেশাগত দায়িত্ব পালনের সুরক্ষার জন্য হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিশেয়নের সদস্যদের পিপিই প্রদান করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলীর হাতে এসব পিপিই হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, এম এ হালীম, শাকিল চৌধুরী, শ্রীকান্ত গোপ, মোহাম্মদ নুর উদ্দিন, ইলিয়াস আলী মাসুক, কাজল সরকার প্রমূখ।
এ সময় ব্যারিস্টার সুমন বলেন-এই করোনা পরিস্থিতিতে সাংবাদিক, ডাক্তার, পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিজেদের জীবনের ঝুকিতে কাজ করছেন। তিনি বলেন-লক ডাইনে ঘরে বসে থাকা কথা বলা হয়েছে। কিন্তু দায়িত্বশীল যদি মনে করেন তারা ঘরে বসে থাকবেন তাহলে হবে না। দায়িত্বশীল এই মহুর্তে ক্ষুধার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে।