এক্সপ্রেস ডেস্ক ॥ আদালতের নির্দেশের ছয়দিন পর নারায়ণঞ্জের ঘটনায় শনিবার ভোরে র্যাবের সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেকে ক্যান্টনমেন্ট থেকে গ্রেফতার করা হলেও আরেকজনের হদিস পাওয়া যায়নি। তিনি হলেন- র্যাবের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা।
রানার খোঁজ পাওয়া যাচ্ছে না। রানা এখন কোথায় রয়েছেন-তা স্পষ্ট করে বলতে পারেননি সংশ্লিষ্টরা। প্রশ্ন উঠেছে- রানা কি পালিয়েছেন। নাকি তিনি আত্মগোপানে রয়েছেন।
প্রথম থেকেই সরকারের উচ্চপর্যায় থেকে বলা হয়, নারায়ণগঞ্জের ঘটনায় তিন কর্মকর্তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। তাহলে রানা এখন কি হাওয়া হয়ে গেলেন এমন প্রশ্ন সবার।
গত বৃহস্পতিবার সদ্য সাবেক তিন কর্মকর্তা র্যাব-১১’ র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন গ্রেফতারে ব্যাপারে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নিতে কোনো বাধা নেই-এ কথা জানিয়ে সশস্ত্র বাহিনী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে সশস্ত্র বাহিনী থেকে রানার ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, রানাকেও আইনের আওতায় আনা হবে। আদালতের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করছি।
গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিনদিন পর ৩০ এপ্রিল ছয়জনের ও পরদিন আরো একজনের লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার। ৪ মে নজরুলর শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ছয় কোটি টাকার বিনিময়ে র্যাবের তিন কর্মকর্তা ওই সাতজনকে অপহরণ ও খুন করেছেন।
পরে হাইকোর্ট একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেন। এরই মধ্যে তাদের গ্রেফতারের জন্য হাইকোর্ট অপর একটি আদেশ দেন। আদেশের পর সশস্ত্র বাহিনী এবং পুলিশের মধ্যে চিঠি চালাচালি চলে। বৃহস্পতিবার সশস্ত্র বহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, তাদের গ্রেফতারে কোনো বাধা নাই।
শনিবার ভোরে ঢাকা সেনানিবাসের বাসা থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের সহায়তায় নারায়নগঞ্জ জেলা পুলিশ লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেকে গ্রেফতার করেছে। গণমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ অভিযান চালানো হয়।