মাধবপুর প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের দুর্যোগে কর্মহীন, অসহায় হয়ে পড়া মাধবপুরের শতাধিক পরিবার কে খাদ্য সামগ্রী দিল ফ্রেন্ড স্যোসাল ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সদস্যরা এলাকার অসহায় শতাধিক পরিরার খুজে বের করে তাদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী ভর্তি ব্যাগ উপহার হিসেবে প্রদান করেন। এসময় সমাজের অনগ্রসর মানুষ গুলোকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করে সেচ্ছাসেবীরা।