আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় গত ২দিনে ২জন নার্স, ১জন চিকিৎসক ও ১জন যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে উপজেলার চিকিৎসা ব্যবস্থায় মারাত্ম বিপর্যয় দেখা দিয়েছে।
করোনা সন্দেহে গত ১৮ এপ্রিল পরীক্ষার জন্য নমুনা সিলেটে পাঠানো হয়েছিল। সোমবার রাতে তাদের ফলাফল আসে। এতে লাখাই উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের ১জন ডাক্তার, ১জন নার্স ও অপর এক মহিলা কোভিড-১৯ পাওয়া যায়। গত মঙ্গলবার লাখাইয়ে আরো এক জন নার্স আক্রান্তের ফলাফল আসে। নতুন আক্রান্তদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী। গত মঙ্গলবার পর্যন্ত উপজেলায় নতুন করে ৪জন করোনা রোগী শনাক্ত হয়।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার বলেন, একের পর এক ডাক্তার নার্স আক্রান্ত হওয়ায় হাসপাতালটি নিরাপদ নয়। জরুরি স্বাস্থ্য সেবা পেতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেন। এ দিকে লাখাই উপজেলার মহরমপুর গ্রামের এক যুবকের করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় গ্রামটিকে প্রশাসন লকডাউন করেছেন।