রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজারের তামান্না জুয়েলারীর মালিক ফতু মিয়া (৩৫) রহস্য জনক ভাবে মারা গেছেন। নিহতের পিতা তৈয়ব আলী জানায়-তার ছেলে শাহজীবাজারের তামান্না জুয়েলারীর মালিক ফতু মিয়া ব্যবসায়ী কাজে বাসা থেকে টাকা নিয়ে ঢাকায় যাওয়ার জন্য শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে বের হয়। সে ঢাকা-সিলেট মহাসড়কের ফতেহপুর মাজার গেইট এলাকায় গিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। সেখান থেকে রাত প্রায় সাড়ে ৯টার দিকে দৌড়ে বাসার সামনে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় ডাঃ হুমায়ূনের কাছে নিয়ে গেলে তার অবস্থার আরো অবনতি ঘটে। সেখান থেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে থানায় খবর দিলে এস.আই মোজ্জাফর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে। গতকাল শনিবার সন্ধ্যায় জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ বলেন-ধারনা করা হচ্ছে খাবারের সাথে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারন বলা যাবে।