মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

করোনা আতংক যেন নেই তাদের মধ্যে ! নবীগঞ্জের মুক্তাহার, তিমিরপুর মাধবপুর-গালিমপুরে গার্মেন্টস কর্মীর ব্যাপক সমাগম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৪৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নসহ প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত দীঘলবাক ইউনিয়নের মাধবপুর-গালিমপুর এলাকায় গত ২/৩ দিনে
ঢামরনব্যাধি করোনা ভাইরাস উপেক্ষা করে ঢাকা ও নারয়নগঞ্জ থেকে অনেক গার্মেন্টস কর্মী নবীগঞ্জের বিভিন্ন গ্রামাঞ্চলে আসায় সাধারন মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার ভোরে নবীগঞ্জ পৌর এলাকার পার্শ্ববর্তী করগাও ইউনিয়নের মুক্তার গ্রামের সমীরন দাশ ও তার পরিবারের ৫ জন গার্মেন্টস কর্মী নারায়নগঞ্জ থেকে এবং ৪/৫ দিন পুর্বে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের সোহাগ মিয়া, সোহান মিয়া, রায়হান মিয়া, তোফায়েল মিয়া, শাওন মিয়া, ঢাকা ও নারায়নগঞ্জ থেকে বাড়ীতে আসার কারনে ওই গ্রামের সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। নবীগঞ্জ থানা পুলিশকে বিয়য়টি অবগত করা হয়েছে।
এদিকে করোনা ভাইরাসে যখন গোটা বিশ্ব স্তব্ধ তখন নবীগঞ্জের মাধবপুর-গালিমপুর বাজারে চলছে রমরমা ব্যবসা। ওই এলাকায় মানুষের আনাগোনা স্বাভাবিক জীবনযাত্রার মতো। প্রত্যন্ত অঞ্চল হিসেবে প্রশাসনের নির্দেশনা হয়তো বা কার্যকরী মনে করছেন না মাধবপুর-গালিমপুরের জন-সাধারণ। সম্প্রতি নবীগঞ্জ উপজেলা করগাঁও উইনয়নের মুক্তাহার, মাধবপুর-গালিমপুর এলাকায় নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন করোনা উপদ্রুত জেলা থেকে মানুষ ফিরেছে। ফলে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে আতংক উৎকণ্ঠা। যাতায়াত ব্যবস্থা নাজুক হওয়ায় প্রশাসনিক টহল পৌঁছায়নি মাধবপুর-গালিমপুর এলাকায়। করা হয়নি সচেতনামূলক মাইকিং এর ফলে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই স্বাভাবিক জীবনযাত্রার মতো মানুষ দিব্বি চলাফেরা করছেন। মাধবপুর-গালিমপুর বাজারে ব্যাপক জনসমাগম হয় প্রতিদিনই।
জানা যায়, প্রত্যন্ত দ্বীপ হিসেবে পরিচিত মাধবপুর-গালিমপুর এলাকা হবিগঞ্জ জেলার শেষ সীমান্ত বলা হয়। আবার মাধবপুর-গালিমপুরের একাংশ সিলেট জেলা ওসমানীনগর উপজেলায় অবস্থিত। প্রত্যন্ত অঞ্চল হিসেবে ওই এলাকায় নেই ইট সলিং কিংবা পাকা সড়ক। মাটির রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন ওই এলাকার লোকজন।
স্থানীয় সচেতন নাগরিকদের ভাষ্য, বার বার করোনা ভাইরাসের মধ্যে ব্যক্তিগত ভাবে সচেতন হওয়ার আহবান জানানোর পরও কেউই সাড়া দিচ্ছেন না। প্রশাসনের আনাগোনা না থাকায় এলাকায় মানা হচ্ছে না সরকারি কোনো নির্দেশনা । এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
ওসি মোঃ আজিজুর রহমান বলেন, আমাদের লোকবল কম থকার পরও বিভিন্ন স্থানে প্রশাসনিক ব্যবস্থা নিতেছি। এ ব্যাপারে স্থানীয়ভাবে সংশ্লিষ্ট মেম্বার ও চেয়ারম্যানদেরকেও ভুমিকা নিতে হবে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাধবপুর গালিমপুর এলাকায় যাওয়ার যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক, তারপরও বিষয়টা গুরুত্বের সাথে দেখতেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com