মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের কর্মহীন ও অসহায় ১ হাজার পরিবারকে খাদ্য সামগ্র দিয়ে পাশে থাকবেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান। বৃহস্পতিবার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠে করোনার ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দরিদ্র ওই ওয়ার্ডের ১২০ জনের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে চাল, আধা কেজি, ডাল, সোয়াবিন তেল, পেয়াজ, নবন আলো ও সাবান দেয়া হয়।
এসময় আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও আন্দিউড়া ইউপির সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন থাকতে আহবান জানিয়ে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান, পর্যায়ক্রমে আন্দিউড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১হাজার কর্মহীন, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। খাদ্য সামগ্রী বিতরনের প্রথম দিনে বৃহস্পতিবার সকাল উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে ১২০ জন কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান নিজে বিভিন্ন গ্রামে গিয়ে অসহায় কর্মহীন পরিবারের মাঝে নিজের অর্থায়নে এ খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। প্রতিটি খাবার প্যাকেটে লিখা ছিল “ঘরে থাকুন, সুস্থ থাকুন”। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারকে সহযোগীতা করুন আপনাদের বিপদে আমার সামান্য উপহার গ্রহন করুন। এসময় আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসভাপতি আব্দুর রহমান চৌধুরী, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ধন সরকার, উপজেলা ছাএলীগ সাধারণ সম্পাদক উজ্জল পাঠান, ছাত্রলীগ নেতা সাদ্দাম পাঠান উপস্থিত ছিলেন।