স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রবীণ আইনজীবী ও জেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি এডভোকেট আবুল খায়ের ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভারতের ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকেিল উনার বয়স হয়েছিল ৭৬ বছর। এডভোকেট আবুল খায়ের হবিগঞ্জের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। প্রায় ৫০ বছর তার আইন পেশার বয়স। তিনি বাংলাদেশের সকল চা বাগানের আইন উপদেষ্টা ছিলেন। এছাড়াও বিভিন্ন ব্যাংক ও কোম্পানীর আইন উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট ছিলেন। হবিগঞ্জ আদালতের জিপি-ভিপি হিসাবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। তিনি তার গ্রামের বাড়ী চুনারুঘাট উপজেলার জারুলিয়া এলাকায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার সাথে জড়িত ছিলেন।
এডভোকেট আবুল খায়েরের ছোট ভাই চা বাগান ব্যবস্থাপক ফরহাদ হোসেন আরমান জানান, লক ডাউনের কারনে এখনও লাশ আনার সময় চুড়ান্ত হয়নি। লাশ আনার পর জানাযার সময় নির্ধারন করা হবে।