এক্সপ্রেস ডেস্ক ॥ করোনাভাইরাসের মধ্যেই হবিগঞ্জ সহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টি-কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে সেই এলাকাগুলোর নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেওয়া হয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। বুধবার অধিদফতরের ওয়েসাইটে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগের জেলাগুলো, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও ঢাকার আশপাশে অঞ্চলগুলো অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বর্ষার মৌসুম চলে আসায় সারাদেশেই ধীরে ধীরে বজ্রসহ বৃষ্টিপাত ও ঝড়ের ব্যাপ্তি বাড়ছে। কোথাও কোথাও কালবৈশাখীর সঙ্গে শিলা বৃষ্টিও হতে পারে। আগামী ৫দিনে অবস্থার তেমন পরিবর্তন দেখছে আবহাওয়া অধিদপ্তর।