স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খানকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। ১০টাকা কেজির চাল ওজনে কম দেওয়ার অপরাধে সোমবার তাকে ১ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান বহিস্কারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতির এই দুর্যোগ মূহুর্তে সরকার যেখানে গরীব মানুষদের জন্য নামমাত্র মূল্যে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন সেখানে নজরুল ইসলাম যে হীনকর্মকান্ডটি করেছেন তা সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তার বহিস্কারের সিদ্ধান্তটি চূড়ান্তভাবে কার্যকরের জন্য জেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের বরাবরে পাঠানো হচ্ছে।
প্রকাশ, কাগাপাশা ইউপি আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম খানকে ৫০৩ জন তালিকাভুক্ত গরীব জনগনের মধ্যে ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি চাল বিক্রির জন্য ডিলার নিয়োগ দেয় উপজেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসকের কাছে অভিযোগ আসে, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান ৩০ কেজির পরিবর্তে চাল কম দিচ্ছেন। এমতাবস্থায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে ওইদিন বিকেলে বানিয়াচং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান ও উপজেলা খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন সেখানে যান। তারা ৪৩ জন ক্রেতার চালের ব্যাগ ওজন করে দেখেন ৩০ কেজির স্থলে ৩ থেকে ৮ কেজি চাল কম দেওয়া হয়েছে। মতিউর রহমান খান তাৎক্ষণাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিলার নজরুল ইসলাম খানকে ১ মাসের কারাদন্ডের আদেশ দেন। একই সাথে তার ডিলারশীপ বাতিল করার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।