কিবরিয়া চৌধুরী ॥ আসন্ন বোরো মৌসুমে হবিগঞ্জ জেলা থেকে ১৫ হাজার ৮০১ মেট্রিক টন ধান সংগ্রহ করবে বলে লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে সরকার। এজন্য একটি তালিকা প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়। শুধু জেলার তালিকা নয়, পাশাপাশি উপজেলা ভিত্তিক তালিকাও প্রকাশ করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ সচিব মো. শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী হবিগঞ্জ জেলা বোরা ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫১ হাজার ৯৬৩ মেট্রিক টন। এর মধ্যে জেলা থেকে সরকার ধান সংগ্রহ করবে ১৫ হাজার ৮০১ মেট্রিক টন ধান।
এর মধ্যে হবিগঞ্জ সদর ১ হাজার ৫৫০ টন, লাখাই ১ হাজার ৫০৯ টন, মাধবপুর থেকে ১ হাজার ৪১৪ টন, চুনারুঘাট ১ হাজার ১৭৫ টন, বাহুবল ১ হাজার ৯৯ টন, নবীগঞ্জ থেকে ২ হাজার ৩১৮ টন, বানিয়াচং ৪ হাজার ৭১৬ টন এবং আজমিরিগঞ্জ উপজেলা থেকে ২ হাজার ২০ টন ধান সংগ্রহ করবে সরকার। তবে শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে ধান সংগ্রহের কোন তালিকা প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ইতোমধ্যে হবিগঞ্জের সকল হাওরেই ধান কাটা শুরু হয়ে গেছে। তবে শ্রমিক সংকটের কারণে ধান ঘরে তুলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।