স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ নবীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী সুমন হত্যা মামলায় বানিয়াচংয়ের ৬৫ বয়সোর্ধ নিরীহ কৃষক মতিলাল ধর মঞ্জুকে উদ্দেশ্যমূলকভাবে আসামী করার প্রতিবাদ ও তার মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বানিয়াচং শহীদ মিনারের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। কর্মসূচীতে বক্তব্য রাখেন ১নং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ২নং ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, কালীপদ বিশ্বাস, ছানা উদ্দিন, নুর হোসেন, হাফিজ মিয়া, শাস্তনু রায় চৌধুরী, হবিব উল্বা, মস্তোফা মিয়া, দীপক চৌধুরী, রিংকু দেব, সনজু দাশ, আবু সুফিয়ান, সাদেক মিয়া, শোয়েব মিয়া, দীপক বণিক, ছানা মিয়া, শংকর দেব, বিপ্লব দেব শাওন, রিংকু দেব, বাপ্পন দেব প্রমূখ।
উল্লেখ্য, গত ১০ মে দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারের ব্যবসায়ী সুমন দেবকে নিজ দোকানে কে বা কারা শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন তার পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় বানিয়াচংয়ের রঘু চৌধুরীপাড়ার কৃষক মঞ্জুসহ মোট চারজনকে আসামী করা হয়। পুলিশ ১১ মে দিবাগত রাতে মঞ্জুকে তার বাড়ী থেকে গ্রেফতার করে।