শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

বাহুবলে নারীর ক্ষমতায়ন শীর্ষক সভায় এমপি কেয়া চৌধুরী এলাকার উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও মাঠে কাজ করতে হবে

  • আপডেট টাইম শনিবার, ১৭ মে, ২০১৪
  • ৭৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, নিয়মনীতির মধ্য দিয়ে পুরুষদের পাশাপাশি মাঠে এসে নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। নারী ভাগ্য উন্নয়নে নারী জাগরণের অগ্রপথিকদের ছায়াতলে দাড়াতে হবে, সহযোগী হয়ে কাজ করতে হবে নিষ্ঠা ও সততার সাথে বর্তমান সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। সেগুলো কাজে লাগাতে হবে। তিনি বলেন প্রত্যেকটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করলে বেকার সমস্যা থাকবে না। এ জন্য সরকার বিনামূল্যে নারীদেরকে নানা প্রশিক্ষণ ও নানা উপকরণ দিচ্ছে।
গতকাল শুক্রবার বাহুবল এলজিইডি উপজেলা হলরুমে আরইআরএমপি-২ এর এলসিএস মহিলা শ্রমিকদের ও উপজেলার সকল ইউনিয়ন মহিলা মেম্বারদের নিয়ে আয়োজিত নারীর ক্ষমতায়ন শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
এলজিইডি’র হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক মশিউর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা প্রকৌশলী মোঃ শামছুজ্জামান, সিন্দু মনি চন্দসহ বিভিন্ন ইউনিয়নের মহিলা মেম্বাররা। সভায় মহিলা মেম্বাররা বলেছেন, সরকারের পূর্ণ সহযোগীতা পেলে বাহুবলের ঘরে ঘরে বেত, সেলাইসহ বিভিন্ন কুঁটির শিল্প গড়ে তোলা সম্ভব। এ প্রেক্ষিতে এমপি কেয়া চৌধুরী বলেন, বর্তমান সরকারের সহযোগীতা অব্যাহত থাকবে। তিনি বলেন, জননেত্রী আমাকে নির্বাচিত করেছেন তৃণমূল মানুষের কাজ করার জন্য। তাই আমি নির্বাচিত হবার পর থেকে ঘরে বসে নেই। তিনি বলেন এমপি হবার পূর্বেও তৃণমূল মানুষের জন্য কাজ করেছি।
পরে তিনি প্রাক প্রাথমিক প্রশিক্ষণ কর্মশালায় সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর তিনি মিরপুরে এক আত্মীয়ের বাড়িতে শিরনীতে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com