প্রেস বিজ্ঞপ্তি ॥ গুম, হত্যা এবং অপহরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাহুবল খেলাফত মজলিস। গতকাল শুক্রবার ১১টায় বাহুবল বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বছিরের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদের পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী। বক্তব্য রাখেন বাহুবল উপজেলা শাখার সহ-সাধারন সম্পাদক, বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা শিহাব উদ্দিন সাকিব, মাওলানা আব্দুল ওয়াদুদ, বাহুবল থানা সাবেক সভাপতি মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা আব্দুল হাই, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আব্দুন নুর, জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি, মোঃ হাবিবুর রহমান জালাল, বাহুবল থানা ছাত্র মজলিসের সভাপতি জুবাইর আহমদ প্রমুখ।
বক্তাগণ বলেন, দেশব্যাপী চরম অরাজকতা বিরাজ করছে, গুম, হত্যা এবং অপহরণ বেড়েই চলছে। নেতৃবৃন্দ আরো বলেন, দেশে শান্তি এবং উন্নতি আসতে হলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই এবং দ্বীনি শাসন কায়েমের লক্ষে আলেম উলামাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। নেতৃবৃন্দ বলেন যে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এ থেকে রেহাই পেতে হলে কুরআনী শাসন কায়েমের বিকল্প নেই।