স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের প্রকোপে এখন আতঙ্কগ্রস্থ দেশবাসী। সকলকে দেয়া হয়েছে ঘরে থাকার নির্দেশনা। প্রায় প্রতিটি এলাকার দৈনন্দিন কর্মকান্ডে নেমে এসেছে স্থবিরতা। অথচ এই ঝুঁকিপূর্ণ সময়ে মৃত্যু ভয়কে উপেক্ষা করে নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রেখেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। প্রতিদিনই ছুটে যাচ্ছেন জেলা শহরসহ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। মাইকিং করে সকলকে বলছেন করোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘরে অবস্থান করতে। পাশাপাশি কর্মহীনদের মাঝে বিতরণ করে যাচ্ছেন সরকারি সহায়তা।
প্রতিদিনের সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে রবিবার হবিগঞ্জ জেলা শহর, সদর উপজেলার লুকড়া, রিচি, লাখাই উপজেলার বামৈ এবং বুল্লা ইউনিয়নে সচেতনতামূলক প্রচারণা করেন তিনি। এ সময় লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমপি আবু জাহির রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উল্লেখিত এলাকাগুলোতে সরকারি ১০ টাকা কেজির চাল ও ভিজিডির চাল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। নির্দেশনা অমান্য করলে প্রশাসন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এতে আপনারা কষ্ট পেলে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমিও কষ্ট পাবো। এছাড়া করোনার ঝুঁকি তো রয়েছেই। তাই সকলেই সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন, নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন।