নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্ব মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের করগাও গ্রামের মৃত আলতাব হুসেন চৌধুরী’র ছেলে মোজাম্মমে হুসেন চৌধুরী’র পরিবারের পক্ষ থেকে তার ভাই জাকির হুসেন চৌধুরী, মোতাব্বির চৌধুরী, মোফাজ্জল চৌধুরী মোক্তা’র হুসেন চৌধুরী রবিবার সকালে উল্লেখিত ইউনিয়নের ৪নং ওয়ার্ডের করগাও, রাজাপুর, জন্তরী ও মিল্লিক গ্রামের গরীব-অসহায় দরিদ্র, দিনমজুর কয়েক শতাধিক পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেন। এসময় গরীব, অসহায় দারিদ্র লোকজন ত্রান সামগ্রী পেয়ে আনন্দিত হন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। দেশও জাতির ক্লান্তি লগ্নে দুস্থ অসহায় পরিবারের পাশে দাড়ানোর জন্য এলাকার সচেতন মহল ত্রান বিতরণকারী পরিবারের প্রতি সাধুবাদ জানান। এ ব্যাপারে জাকির হুসেন চৌধুরী বলেন, আমাদের সামর্থ অনুযায়ী এলাকার অসহায় মানুষের সাহায্য করছি, আগামীতেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ্।
তিনি এই দুঃসময়ে সমাজের বৃত্তমান লোকদেরকে অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত প্রসারিত করার আহবান জানান।