স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় এর উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সকাল ১০টায় রেওয়াজ অনুযায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করবেন এবং দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার বিস্তারিত চিত্র তুলে ধরবেন।
গত ৯ ফেব্র“য়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে ২২ মার্চ শেষ হয়। পরীক্ষায় ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়।
প্রচলিত পদ্ধতি ছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানা যাবে।