সংকটময় পরিস্থিতিতে অনাহারী মানুষের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট। প্রতিদিন ৫’শ জন অনাহারী মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার পৌছে দেয় হবিগঞ্জ যুব রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকবৃন্দ। আজ খাবার বিতরনের ৮ম দিন।
রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম এর দিকনির্দেশনায় ৩০জন স্বেচ্ছাসেবক নিয়মিত কাজ করছেন। উক্ত কার্যক্রম পরিচালনায় বিশেষ ভুমিকা পালন করছেন, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট যুব প্রধান আশীষ কুমার কুরি ও সাবেক যুব প্রধান পংকজ কান্তি পল্লব। হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সেক্রেটারী আতাউর রহমান সেলিম বলেন, অনাহারী মানুষের পাশে আছে রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিট। আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে। এছাড়া তিনি স্বাস্থ্যবিধি মেনে মানুষের পাশে দাড়াতে বিত্তবানের আহবান করেন।