মাধবপুর প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৪০৫টি পরিবার কে এক সপ্তাহের খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষায়, জীবানু নাশক সাবান দিয়েছে মাধবপুর পৌর এলাকার কাটিয়ারা সুশিল সমাজ নামে একটি সংগঠন। শুক্রবার সকাল ১১টায় একটি খোলা এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। উদ্যোক্তাদের মধ্যে এসয় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সুকোমল রায়, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, সনজয় চক্রবর্তী, ব্যবসায়ী, মনু দাস, নিতিশ ঘোষ, রাখাল ঘোষ, সনিমল দাস প্রমুখ।
সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত বলেন, সামাজিক দূরন্ত বজায় রেখে, প্রত্যেক কে ৫কেজি চাল, ২কেজি আলো, ১কেজি ডাল, ১কেজি পেয়াজ, ১কেজি আটা, লবন, ১বোতল তেল, পরিস্কার পরিচ্ছন্ন, হাত ধোয়ার জন্য জীবানু নাশক সাবান বিতরণ করা হয়। মাধবপুর থানার ওসি মোঃ ইকবাল হোসেন জানান, সেখানে গিয়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক সচেতনতা বৃব্ধি, ওকরণীয় বিষয়ে, অবগত করি।