প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচুং উপজেলার উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপত করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রব এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান। জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মহিবুর রহমান মাহি ও আব্দুল আওয়াল মেম্বারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা সভাপতি মোঃ আমির হোসেন মাষ্টার, উত্তর সাঙ্গর শেখ সামছুল হক কলেজের প্রতিষ্টাতা সাবেক চেয়ারম্যান শেখ সামছুল হক, সুজাতপুর এউপি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, তজমুল হক চৌধুরী, মন্দরী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, দাতা কাজী মাহমুদুল হাসান জামানী, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাবেদুল ইসলাম, হাবীবুর রহমান মনু মিয়া, শামছুল হক তালুকদার, মোঃ ইদ্রীস মিয়া, এইচ এম জাহির, কাজী মোক্তার হোসেন, আব্দুল হেকীম ফুল মিয়া, ফারুক হোসাইন বিলু প্রমূখ। সভায় প্রধান অতিথি এমপি আব্দুল মজিদ খান স্কুলের মাটি ভরাটের জন্য এক লাখ অনুদানের ঘোষনা দেন এবং ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের আশ্বাস প্রদান।