বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জের বেসরকারি চিকিৎসকদের পিপিই প্রদান করলেন ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৪৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বেসরকারি চিকিৎসকদের পিপিই বিতরণ করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, বিএমএ ও স্বাচিপ সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। ঢাকাস্থ জালালাবাদ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হবিগঞ্জ জেলার বেসরকারি চিকিৎসকদের বিতরণের জন্য এসব পিপিই প্রেরণ করা হয়। বুধবার নবীগঞ্জ উপজেলায় বেসরকারি চিকিৎসকদের পিপিই প্রদান করা হয়। জেলার বেসরকারি ডাক্তারগণ যাতে প্রতিনিয়ত রোগী দেখতে পারেন এজন্য প্রায় শতাধিক পিপিই বিএমএ সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর কাছে প্রেরণ করে জালালাবাদ এসোসিয়েশন। এরই মধ্যে প্রায় সবগুলো পিপিই প্রাইভেট চিকিৎসকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, আমি ব্যক্তিগত প্রচেষ্টায় আরো পিপিই সংগ্রহ করার চেষ্টা করছি। সকল উপজেলার চিকিৎসকরা পিপিই পাবেন। তবে আমি সরকারী-বেসরকারি সকল চিকিৎসকদের অনুরোধ করব আপনারা সেবাপ্রদান চালু রাখুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com