নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনা ভাইরাসে প্রাদুর্ভাবের দরিদ্র মানুষ যখন দিশেহারা তখন নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে নিম্ন আয় ও অসহায় হত দরিদ্র প্রায় ৬শ পরিবারের পাশে দাড়িঁয়েছেন বিশিষ্ট শিল্পপতি মনসুর আলী খাঁন।
বুধবার আল-মনসুর এয়ার সার্ভিস এর স্বত্ত্বাধিকারী মনসুর আলী খাঁনের এর ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, ইউপি সদস্য জাহেদ আহমদ প্রমুখ।