মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নিজ ঘরে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে শফিক মিয়া (২৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শফিক ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। নারায়নপুর গ্রামের ইউপি সদস্য আরিছ উদ্দিন লালু সত্যতা নিশ্চত করেছেন। শফিক বিদ্যুতের কাজ করতো। ওই দিন সকাল ১১ টার দিকে তার নিজ ঘরে বিদ্যুতের লাইনে ত্রুটি দেখা দিলে তিনি তা সারাতে গিয়ে তাড়ে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান।