কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র ১২শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন শ্রীমঙ্গলের সকল ব্যবসায়ীরা।
৮এপ্রিল (বুধবার) দুপুরে শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় থানার সামনে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবন ও সাবান প্যাকেট করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা, পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল অর্থ সম্পাদক আব্দুল বাছিদ, কার্যকারী সদস্য আমজাদ হোসেন বাচ্চু, অজয় সিং সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।