মাধবপুর প্রতিনিধি ॥ করোনা ভাইরাস সংক্রমিত রোগী চিকিৎসা সেবার জন্য মাধবপুর উপজেলার বেসকারী হাসপাতলের ডাক্তারদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ বিএমএ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ডাক্তাদের হাতে পিপিই তুলে দেন। মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে করোনা ভাইরাস সম্পর্কে একটি অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হবিগঞ্জ জেলার বিএমএ এর সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, বিএমএ সহসভাপতি, ডাঃ অসিত রঞ্জন দাস উপস্থিত ছিলেন। সভায় করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মাধবপুর উপজেলার সকল বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকদের মধ্যে পিপিই প্রদান করা হয়। সকল চিকিৎসকদের উদ্দেশ্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আগত রোগীরা যেন সুচিকিৎসা পান এবং কেউ যেন চিকিৎসা সেবা বঞ্চিত না হয়। উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন, বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান ও কামাল আহমেদ গাউছ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা বলেন বেসকারী সকল চিকিৎসকদের উদ্দেশ্য বলেন, যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সার্বিক সাহায্য ও সহযোগিতার জন্য প্রস্তুত।