রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

প্রশাসনের তৎপরতায় জনশূণ্য নবীগঞ্জ ত্রাণ বিতরণ হলেও বিপাকে দিনমজুর খেটে খাওয়া শ্রমজীবি মানুষ

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৪৪৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নভেল করোনাভাইরাস সতর্কতায় প্রশাসনের তৎপরতা জনশূণ্য হয়ে পড়েছে নবীগঞ্জ শহরসহ গ্রামাঞ্চল। বন্ধ করে দেওয়া হয়েছে সকল প্রকার যান-চলাচল। উপজেলা জুড়ে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার রয়েছে। এদিকে সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলে ও চরম বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবি মানুষ। বিভিন্ন মাধ্যমে সরকারি ত্রাণ বিতরণ করা হলে তা পর্যাপ্ত নয় বলে দাবি তাদের। হতাশা আর সংকটে জীবন যাপনের দিকে দাবিত হচ্ছেন তারা। এ যেন দেখার কেউ নেই। কেউ পাচ্ছেন আবার কেউ চাচ্ছেন। তিনবার খেতে না পারলেও পরিবার পরিজন নিয়ে এক বেলা খেতে চান এসব মানুষজন। করোনা ভাইরাসের প্রকোপ জনসচেতনতা বাড়াতেই ঘর থেকে বাড়ির বাহিরে বের না হতে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিষ ও ফার্মেসী ব্যতিত বন্ধ করে দেয়া হয় সকল প্রকার দোকাপাট। ব্যবসা বাণিজ্য না থাকায় হতাশার মধ্যে রয়েছেন ব্যবসায়ীরাও। পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তারা। তবে কতদিন থাকবে এই অবস্থা জানা নেই কারো। এজন্য চরম হতাশায় ভুগছেন সাধারণ মানুষ। এ অবস্থায় দিনমজুর ও খেটে খাওয়া এবং শ্রমজীবিদের পরিবার চলছে না। ইসমত আলী নামে এক রিক্সা চালক বলেন, কোনো রকম পরিবার নিয়ে সংসার চালাতে আমার প্রয়োজন হয় ৩শ টাকা, এখন ১শ টাকা ও হয় না। অপর দিকে এখন রিক্সা ও চালাতে দেয় না। কারো কাছ থেকে ত্রাণ সহায়তা ও পাই না। কিভাবে চলব বুঝতে পারছি না। নবীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে কেউ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রবাস ফেরত অনেকই এখন ও রয়েছেন হোম-কোয়ারেন্টিন। তাদের বাড়ি, বাড়ি গিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনসহ সেনাবাহিনীর টিম প্রতিদিন খোঁজ খবর নিতে দেখা গেছে। রয়েছে কঠোর নজরদারি। করোনাভাইরাস সতর্কতায় দিন রাত কাজ করছে প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com