স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিট এর উদ্যোগে অসহায়, দিন মজুর, সুইপার, রিক্সাচালক এর মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিট এর চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিট দেশের এই ভয়াবহ অবস্থায় প্রতিদিন ৫শত পরিবারের মধ্যে খাবার প্রদান করবেন। ডাঃ মুশফিক হুসেন চৌধুরী নগদ অর্থ প্রদান করেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আতাউর রহমান সেলিম। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ইফতেখার আহমেদ রাজ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিট এর সদস্যবৃন্দ।