মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ প্রাইভেটকার দিয়ে গাঁজা পাচারের সময় ২ পাচারকারী কে গ্রেফতার করেছে। আজ রোববার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর বাসষ্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলে নরসিংদী জেলার রায়পুরা এলাকার রাজনগর গ্রামের আকবর মিয়া ওরফে জাকির হোসেনের ছেলে মোঃ জাহিদ মিয়া (২০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবেড় এলাকার শাহজাহান মিয়ার ছেলে ফাইজুল ইসলাম (২৫)। মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে রোববার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর সদরে পুলিশ চেক পোষ্ট চলাকালে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকায় ২ পাচারকারী কে গ্রেফতার করা হয়।