স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম আজ হবিগঞ্জ সংবাদপত্র হকারদের খাদ্য সহায়তা প্রদান করেন। বেলা ২টায় হবিগঞ্জ প্রেসক্লাবে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, লস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হিরু, দৈনিক হবিগঞ্জের জননীর বার্তা সম্পাদক ফজলে রাব্বী রাসেল, হকার সমিতির সভাপতি মোঃ কামাল।
এছাড়া মোতাচ্ছিরুল ইসলাম আজ ভিডিওগ্রাফী সমিতি, গোপায়া ইউনিয়নে, রিচি ও বামকান্দি গ্রামে এবং সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে সাধুর বাজার, কটিয়াদি বাজার, পইল, বৈদ্যের বাজার ও সদর লাইনের শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।