স্টাফ রিপোর্টার ॥ নভেল করোনা ভাইরাস সংক্রমণের কারণে ওএমএস কার্যক্রমের আওতায় ৫ এপ্রিল থেকে ১০ টাকা কেজি চাল বিক্রি করা হবে। হবিগঞ্জ শহরের নির্ধারিত ৫টি দোকানে সপ্তাহে ৩ দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাল বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে একজন ম্যাজিষ্ট্রেটকে মনিটরিং এর দায়িত্ব দেয়া হয়েছে। নির্ধারিত দিনে প্রতিটি কেন্দ্রে ২ মেট্রিক টন করে চাল বিক্রয় করা হবে।
কেন্দ্রগুলো হচ্ছে-শহরের গরুর বাজার, নীলা এন্টার প্রাইজ শায়েস্তানগর বাজার, জেএম ট্রেডার্স সনেমাহল বাজার, কোর্ট ষ্টেশন ও চৌধুরী বাজার (নতুন খোয়াই মুখ)। একজন ভোক্তা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনপূর্বক সপ্তাহে ১ বার সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন।