নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকায় প্রায় ২৫০ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শিবপাশা সন্ন্যাস যুব সংঘ নামের একটি সংগঠন।
শনিবার বিকেলে শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিবপাশা সন্ন্যাস যুব সংঘের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান, সেনাবাহিনীর লেফটেন্যান্ট আদনান আহমেদ, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, শিবপাশা সন্ন্যাস যুব সংঘের ভানু দাশ, লিটন দেব, টিটু দেব নাথ, দিব্যোন্দু ধর দিপন, অনুপ আচার্য্য, সুজিত বনিক, কনক চৌধুরী লিটন, তপন দাশ, লিটন দাশ, সুমন দেব নাথ, যুব দাশ, রিপন চক্রবর্তী প্রমুখ।