স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এদিকে সরকারী হিসেব অনুযায়ী (আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত) হবিগঞ্জ জেলায় নতুন ৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১ হাজার ১০৪ জন, ছাড়পত্র পেয়েছেন আজ ৭১ জনসহ ৯৩৬ জন, আইসোলেশনে রয়েছেন মাত্র ১ জন।
শহর সহ সর্বত্র সরকারী নির্দেশনা অনুযায়ী দোকান পাট বন্ধ রয়েছে। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারী ও বেসরকারী ভাবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে। গতকাল (শুক্রবার) পর্যন্ত জেলার ১৭ হাজার ৫৯০টি পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ১৭৬ টন চাল, ১৯ টন আলু ও ১ টন ডাল প্রদান করা হয়েছে। নগদ অর্থ প্রদান করা হয়েছে ৮ হাজার ৭৬০টি পরিবারকে।
দুপুরে হবিগঞ্জ শহরের কালীবাড়ি প্রাঙ্গণে পৌর এলাকা গরীব ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির।
হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শহরের বগলা বাজারস্থ নরসিংহ জিউর মন্দিরে ভক্তকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার ভক্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
এদিকে সরকারী সহযোগিতার পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্টান, ব্যক্তি ও সংগঠন অসহায় ও শ্রমজীবী মানুষদের তালিকা করে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে।