বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

নবীগঞ্জ প্রেসক্লাবের জরুরী সভায় হামলাকারীদের গ্রেফতার দাবী ॥ আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে এমপি মিলাদসহ প্রশাসনিক কর্মকর্তা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৪০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারী ত্রাণ বিতরনে স্বজনপ্রীতি ও অনিয়ম এর বিষয়টি প্রচার করায় চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনসহ তার বাহিনীর হামলায় আহত সাংবাদিক শাহ সুলতান আহমদ, বুলবুল আহমদ, এমএ মুজিবসহ আহতদের দেখতে বুধবার রাতে নবীগঞ্জ হাসপাতালে ছুটেযান এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এবং উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় তারা এ ঘটনার জন্য নিন্দা ও দুঃখ প্রকাশ করেন। এছাড়া নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ চেয়ারম্যান হারুনসহ হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।
এদিকে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া সঞ্চলনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়অ সামাজিক দুরত্ব বজায় রেখে সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সহ-সভাপতি আশাহিদ আলী আশা, নির্বাহী সদস্য তোফাজ্জুল হোসেন, সুবিনয় রায় বাপ্পি, অলিউর রহমান অলি, উত্তম কুমার পাল হিমেল, সেলিম তালুকদার, মুহিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম, মুহিবুর রহমান তছনু, মিজানুর রহমান, শওকত আলী, এটিএম জাকিরুল ইসলাম, নাবেদ মিয়া প্রমূখ। নেতৃবৃন্দ অনতিবিলম্বে চেয়ারম্যান হারুনসহ হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।
উল্লেখ্য, নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারী ত্রাণ বিতরনে স্বজনপ্রীতি ও অনিয়মের সংবাদ প্রচার করায় ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পেটালেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও তার লোকজন। এসময় তাকে বাচাতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক এম মুজিবুর রহমান ও বুলবুল আহমেদ। এ সময় আউশকান্দি বাজারের ব্যবসায়ী প্রতিবাদী হয়ে উঠলে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এ এসপি পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। তবে পুলিশের সামনে চেয়ারম্যান বাহিনী লাটি সোটা নিয়ে সাংবাদিকদের ধাওয়া করার অভিযোগ রয়েছে। পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেছেন স্থানীয় লোকজন। এছাড়া ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও হামলাকারী চেয়ারম্যান হারুনসহ তার দলবলকে গ্রেফতার না করায় দুঃখ প্রকাশ করেন নবীগঞ্জ প্রেসক্লাব।
অপরদিকে গুরুতর আহত সাংবাদিক শাহ সুলতানকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com