মাধবপুর প্রতিনিধি ॥ করোনাভাইরাসে সংকটকালীন সময় মাধবপুরে সময় দরিদ্র, সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে বাঘাসুরা ইউনিয়নের প্রায় ৩শ’ পরিবারের মধ্যে চাল বিতরণ করেন। এতে বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন আহাম্মেদ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে ৩০০ শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে। এ সময় করোনা প্রতিরোধে সবাইকে ঘরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়।